
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর ব্লকের বক্রেশ্বর সংলগ্ন এক জঙ্গল থেকে আজ ২২ ফেব্রুয়ারি প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এদিন সকালে এলাকার জ্যোতিরমাঠ এলাকায় তাঁদের মৃতদেহ উদ্ধার হয়। মেয়েটির নাম সুপ্রিয়া বাগদি, ছেলেটির নাম গোপাল বাগদি। গতকাল শুক্রবার বিকেলের পর থেকে তারা দুজন নিখোঁজ ছিল বলে পরিবার সূত্রে খবর। জানা গেছে সুপ্রিয়া বাগ্দী এবার ২০২৫ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। মৃত গোপাল বাগ্দি পরিযায়ী শ্রমিক। দুজনের বাড়ি বক্রেশ্বরে। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং দুই পরিবারের মধ্যে তা মেনে নিয়েছিল। তা সত্ত্বেও শুক্রবার বিকেলের পর থেকে নিখোঁজ ছিল সুপ্রিয়া ও গোপাল।
আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে বক্রেশ্বর নদীর ধারে জ্যোতির মাঠের জঙ্গলে তাঁদের ঝুলন্ত মৃতদেহ দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানার পুলিশ। গাছ থেকে যুগলের মৃতদেহ নামানো হয়। প্রাথমিকভাবে পুলিশ এবং স্থানীয় মানুষের অনুমান, তাঁরা ‘আত্মহত্যা’ করেছে। তবে এই কঠিন সিদ্ধান্তের পিছনে কি কারণ লুকিয়ে আছে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
