
উত্তম মণ্ডলঃ
কেউ বলেন, তাঁর বয়স হয়েছিল ১১০, কেউবা বলেন ১২০ বছর বা তারও বেশি ৷ তবে এককথায় শতায়ু তিনি। সেই শতবর্ষ পূর্ণ করে ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টা নাগাদ নীরবে চলে গেলেন রাজনগরের প্রবীণতম ব্যক্তি বৃন্দাবন মহারাজ। জন্ম উড়িষ্যায়, তাই স্বাভাবিকভাবেই কথাবার্তায় ছিল উড়িয়া টান। উড়িষ্যা থেকে চলে যান বৃন্দাবন। সেখান থেকে একটানা প্রায় বিশ বছর রাজনগর থানার গাঙমুড়ি গ্রামের একটি ছোট্ট ঘর ছিল তাঁর ঠিকানা। সন্ন্যাসী মানুষ। গোপালের সেবা-পুজো করতেন। আর বিভিন্ন ধর্মীয় উৎসব-অনুষ্ঠানে যোগ দিতেন। তবে ইদানীং বয়সের ভারে নিজের ঘরেই থাকতেন। ভক্তরা দেখাশোনা করতেন। এমনি এক স্থানীয় ভক্ত প্রভাত দত্ত সংবাদ মাধ্যমকে তাঁর মৃত্যুর খবরটি জানান। খবর পেয়ে সকাল থেকেই ভিড় জমান এলাকার মানুষ।