
শম্ভুনাথ সেনঃ
হাসপাতালের ভিতরে আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যবস্থা। রীতিমতো ফুল দিয়ে সাজানো হয় খাবার থালা ও কনে’কে। এই ঘটনা চাউর হতে ছি: ছিক্কার চারিধারে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট সুপার স্পেশালিটি গভমেন্ট কলেজ ও হাসপাতালে৷ স্থানীয় সূত্রে খবর, ঘটা করে আইবুড়ো ভাত খাওয়ানো হয় রিম্পা মণ্ডল নামে এক কর্মরত নার্সকে৷ তাঁর বাড়ি বাঁকুড়ায়। রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের মেল মেডিসিন বিভাগে কর্মরত তিনি ৷ সম্প্রতি রিম্পার বিয়ে ঠিক হয়। তাই ২৪ ফেব্রুয়ারি তাঁকে বিয়ের আগে রামপুরহাট হাসপাতালের তাঁর সহকর্মীরা উদ্যোগ নেন আইবুড়ো ভাত খাওয়ানোর। তাতে সায় দেয় রিম্পাও। হাসপাতালের একটি কক্ষে তাঁকে আইবুড়ো ভাত খাওয়ার সময় উপস্থিত ছিলেন তাঁর সহকর্মী সঙ্গী সাথীরা। এদিন রিম্পার জন্য ১৪ পদের রান্নার আয়োজন করা হয়। মুহূর্তের মধ্যে এই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে রামপুরহাট গর্ভঃ মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার ঈশ্বর চ্যাটার্জি জানান, বিষয়টি কর্তৃপক্ষের জানা নেই। তবে হাসপাতালের ভিতর যদি হয়ে থাকে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
