
শম্ভুনাথ সেনঃ
অটো ভ্যান রিক্সার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হল মোটরসাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে ২৭ ফেব্রুয়ারি সকাল ৬:৩০ নাগাদ বীরভূমের পাইকর থানার ভাগাইল গ্রামে। এই রাস্তায় একটি কালভার্টের কাছে মোটরসাইকেল ও অটো ভ্যান রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়। তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। মৃত ব্যক্তির নাম বাসির সেখ। বাড়ি মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান। এদিন সকালবেলায় ওই ব্যক্তি পাইকর থেকে মোটরসাইকেল নিয়ে ধুলিয়ান যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে রঘুনাথগঞ্জ থেকে পাইকরের দিকে আসছিল অটো ভ্যান গাড়িটি। নিমেষের মধ্যে গাড়ি ফেলে ভ্যানচালক পালিয়ে যায়। স্থানীয় পুলিশ গাড়িটিকে থানায় নিয়ে যায়।
