
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকের কলেশ্বরে “নেতাজি সংস্কৃতি মঞ্চে’র” ২৮ তম বাৎসরিক লোকসংস্কৃতি উৎসব ২৭ ফেব্রুয়ারি শুরু হয়েছে। সংস্থার সম্পাদক হিমাদ্রিশেখর দে মুখকথায় তুলে ধরেন তাদের ২৮ বছরের পথ চলার কথা। এদিন উপস্থিত ছিলেন বিচারপতি ড. শ্যামল গুপ্ত, ময়ূরেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল কুমার, স্থানীয় লোকপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মৃনালকান্তি দাস, বিশিষ্ট সন্ন্যাসী স্বামী শিবানন্দ মহারাজ, লেখক গবেষক ড. বাদল সাহা প্রমুখ। কলেশ্বর নেতাজি মঞ্চে অনুষ্ঠিত নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এদিন এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ড. নবকিশোর হাজরা স্মৃতি পুরস্কার। সংস্থার পক্ষ থেকে এদিন পূর্ণাঙ্গ লোকমানস পত্রিকা প্রকাশিত হয়। আগামীকাল আদিবাসী নৃত্য, কবি গান সহ নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদিনের উৎসব শেষ হবে।
