
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ময়ূরেশ্বর চক্রের দাদপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তিতে “সুবর্ণ জয়ন্তী উৎসব” ২৭ ফেব্রুয়ারি সাড়ম্বরে উদযাপিত হয়। মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ওই বিদ্যালয়ের দুই অবসরপ্রাপ্ত শিক্ষক মহিমা রঞ্জন মণ্ডল ও মাণিক মণ্ডল। উপস্থিত ছিলেন ষাটপলশা গ্রাম পঞ্চায়েত এলাকার সকল শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ের কচিকাঁচার দল কবিতা, আবৃত্তি, নাচ, গান, যোগা, নাটিকা পরিবেশন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীতা মণ্ডল, সহকারী দুই শিক্ষক চিত্তরঞ্জন গড়াই ও সমীর দাস সমগ্ৰ অনুষ্ঠানটি দক্ষতার সাথে পরিচালনা করেন। এদিন সাহোড়া রাইবেশে যুব গোষ্ঠীর কৃৎকৌশল সকলের মন জয় করে নেয়। উৎসাহ ও উদ্দীপনায় উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ এলাকার মানুষজন। স্থানীয় অবর বিদ্যালয় পরিদর্শকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ মণ্ডল সহ শিক্ষক কাজল ব্যানার্জী, সুকুমার গঁড়াই ও বরুণ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানের পক্ষ থেকে এদিন বিদ্যালয়ের ভূমি দাতার পরিবারের সদস্যদের হাতে স্মারক সম্মাননা প্রদান করা হয়।

