
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের তন্ত্রক্ষেত্র তারাপীঠে মা তারাকে পুজো দিতে তারাপীঠ মন্দিরে ২৮ ফেব্রুয়ারি উপস্থিত হন সস্ত্রীক দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। দেশের উপরাষ্ট্রপতির আগমনে কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা তারাপীঠ এলাকা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকেই বীরভূম জেলা পুলিশ সুপার আই পি এস আমনদীপ সহ বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন তারাপীঠে। দেশের উপরাষ্ট্রপতি যাতে নির্বিঘ্নে পুজো দিতে পারেন তারজন্য তৎপর ছিলেন তারাপীঠ মন্দির কমিটির পুরোহিতরা। এদিনই দিল্লী থেকে বিমানে করে পানাগড়, তারপর সেখান থেকে বায়ুসেনার চপারে চড়ে সকাল ৯:২৫ মিনিটে বীরভূম-ঝাড়খণ্ড সীমানার বায়ুসেনার সুঁড়িচুয়া এয়ারবেশে আসেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তারপর সেখান থেকে সড়ক পথে তিনি আসেন তারাপীঠ মন্দিরে। এদিন উপস্থিত ছিলেন জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। তারামায়ের কাছে পুজো দেওয়ার পর উপরাষ্ট্রপতি সাংবাদিকদের মুখোমুখি হন। দেশের মানুষের শান্তি কামনায় তিনি মায়ের কাছে প্রার্থনা জানিয়েছেন বলে মত ব্যক্ত করেন।
