
শম্ভুনাথ সেনঃ
সম্প্রতি বীরভূমের মুরারই থানার রামনগরের ধর্ষণকাণ্ডের প্রতিবাদে এবং অবৈধ মদ বিক্রি নিষিদ্ধ করতে হবে এমন দাবিতে এসইউসিআই পার্টির পক্ষ থেকে ২৮ ফেব্রুয়ারি মুরারই থানায় বিক্ষোভ প্রদর্শন করা হয়। উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারী বীরভূমের মুরারই থানার রামনগর গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তাপস মণ্ডল এক মূক ও বধির গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরিবারের লোকেরা যাতে থানায় অভিযোগ করতে না পারে তার জন্য ভয় ভীতি প্রদর্শন এবং তার বাড়ীর সামনে পাহারা দেওয়া হয়। অবশেষে কিছু সুহৃদ ব্যক্তিদের সাহায্যে থানায় অভিযোগ জানানো হয়। জনমতের চাপে শেষ পর্যন্ত অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়। এদিন অভিযুক্তের কঠোর শাস্তি ও ধর্ষিতার পরিবারের নিরাপত্তার দাবিতে এবং এলাকায় অবৈধ মদ বিক্রির প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের ছাত্র সংগঠন এআইডিএসও এবং যুব সংগঠন এআইডিওয়াইও’র উদ্যোগে মুরারই থানায় বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন এস ইউ সি আই (কমিউনিস্ট) এর লোকাল কমিটির সদস্য বাঞ্ছারাম মাল ও যুব সংগঠনের বীরভূম জেলা সম্পাদক সেমিম আখতার প্রমুখ।

ছবি ও ভিডিওঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম