
দীপককুমার দাসঃ
২৮ ফেব্রুয়ারী সিউড়ি ১নং ব্লকের কড়িধ্যা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান সাড়ম্বরে পালিত হলো। ১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারি চন্দ্রশেখর ভেঙ্কট রামন রামন এফেক্ট আবিষ্কার করেছিলেন এবং এই আবিষ্কারের জন্য ১৯৩০ সালে তিনি পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তখন থেকে দিনটি বিশেষ গুরুত্ব লাভ করে। এই দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালিত হয়। সমাজের কল্যাণের জন্য বিজ্ঞান ব্যবহারে নতুন করে অঙ্গীকার গ্রহন করা হয় এদিন।


কড়িধ্যা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়েও যথাযথ মর্যাদার সঙ্গে ন্যাশনাল বিজ্ঞান দিবস পালিত হল। উদ্বোধনী পর্বে স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুজাতা সাহা দাস। ছাত্র এবং ছাত্রীরা এই বিশেষ দিন সম্পর্কে আলোচনা করে এবং বিজ্ঞানে নারীদের অবদান সম্পর্কেও আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এবং সেন্ট্রাল মেকানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এর প্রাক্তন বিজ্ঞানী ডঃ বিশ্বজিৎ রুজ। তিনি ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের উদ্বুদ্ধ করতে অডিও ভিস্যুয়াল মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন দিক উপস্থাপনা করেন। বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক সুব্রত ব্যানার্জির সহযোগিতায় একটি বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। সেই সঙ্গে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার সুব্যবস্থা করা হয় স্বাস্থ্য দপ্তরের সহায়তায়।