
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং স্থানীয় সমষ্টি উন্নয়ন দপ্তর ও ব্লক স্বাস্থ্য দপ্তরের যৌথ সহযোগিতায় আজ ১ মার্চ অপুষ্ট ও থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়। এলাকার ৭২ জন অপুষ্ট শিশুকে এক মাসের জন্য ফুড প্যাকেট তাদের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য এদিন বাল্যবিবাহের কুফল এবং অঙ্গদান বিষয়ে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্তা দেওয়া হয়।

রাজ্যের বুকে বীরভূমের রামপুরহাট মহকুমায় সবচেয়ে বেশি বাল্যবিবাহের পরিসংখ্যান মিলেছে। সেই সঙ্গে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকেও বাল্যবিবাহের সংখ্যা সবচেয়ে অধিক। এ তথ্য জানিয়েছেন এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ ব্যানার্জি। এদিনের এই সামাজিক ও সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর সাংসদ অসিত কুমার মাল, বীরভূম জেলা সভাধিপতি ফায়েজুল হক, জেলা সমাহর্তা বিধান রায়, রামপুরহাট স্বাস্থ্য জেলার চিপ মেডিকেল অফিসার ডাঃ শোভন দে, স্থানীয় বিডিও আবুল আলা মাবুদ আনসার প্রমুখ।
