
শম্ভুনাথ সেনঃ
সারা রাজ্যের সাথে বীরভূমেও আজ ৩ ফেব্রুয়ারী থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এ বছরই শেষবারের মতো পুরনো সিলেবাসে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। আগামী ২০২৬ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতিতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলতি বছরে রাজ্যে ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসছে। গত বছর এই সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার। পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় উদ্বিগ্ন শিক্ষা মহল। সারা রাজ্যে ৭৯৮ টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বীরভূমে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭৪৭৫ জন। তাদের মধ্যে ৭৯৩৫ জন ছাত্র এবং ৯৫৪০ জন ছাত্রী। ছাত্র অপেক্ষা এবারও ছাত্রীর সংখ্যা তুলনায় অনেক বেশি। অন্যদিকে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ১২,১১২ জন কম। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বীরভূমে এবার মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৯০ টি, তার মধ্যে মূল কেন্দ্র ৩০ টি। ১৫ টি কেন্দ্রে শুধুমাত্র ছাত্রীরাই পরীক্ষা দিচ্ছে। অন্যদিকে ১১ টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শুধুমাত্র ছাত্ররা। বাকি ৬৪ টি কেন্দ্রে রয়েছে ছাত্র এবং ছাত্রী উভয় পরীক্ষার্থী। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে পরীক্ষা শুরু হয় বেলা ১০ টায়, শেষ হয় ১.১৫ মিনিটে। যে সকল কেন্দ্রগুলির স্পর্শকাতর সেই সকল কেন্দ্রে মেটাল ডিটেক্টর, সিসিটিভি ক্যামেরা সহ রাখা হয়েছে বিভিন্ন ব্যবস্থা। এছাড়াও স্বাস্থ্যের কথা মাথায় রেখে থাকছে মেডিকেল টিম। আগেই জানানো হয়েছে এবার পরীক্ষার দিন ও সময় এগিয়ে আনা হয়েছে।আজ পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়েই পৌঁছে যায় তাদের পরীক্ষা কেন্দ্রে। প্রতিটি কেন্দ্রেই ছিল প্রশাসনিক কড়া নিরাপত্তা। বীরভূমের ইলামবাজার উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সেই ছবি ধরা পড়েছে নয়াপ্রজন্মের ওয়েবসাইটের পাতায়। উল্লেখ্য, ইলামবাজার ব্লকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণের জন্য ইলামবাজার, দারন্দা, শিরসা, ঘুড়িষা, চুনপলাশী এবং গোপীনাথপুর এই ছটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।