
শম্ভুনাথ সেনঃ
কৃষি নির্ভর বীরভূম। বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্প ছাড়া তেমনভাবে কোন শিল্প গড়ে ওঠেনি জেলায়। তবে সাম্প্রতিককালে শিল্প উন্নয়নের আলোচনায় উঠে এসেছে ডেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্প। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও বারবার শোনা গিয়েছে কয়লাখনির প্রসঙ্গ। উল্লেখ্য গত ৭ ফেব্রুয়ারি থেকে খনন কাজও শুরু হয় সেখানে। কিন্তু হঠাৎই দেখা দিয়েছে বিপত্তি। ডেউচা পাঁচামিতে কয়লা খনি প্রকল্পের কাজ বন্ধ করে দেয় স্থানীয় আদিবাসী মানুষজন। বিশেষ করে খনিতে নেমে বিক্ষোভ দেখান এলাকার আদিবাসী মহিলারা৷ তাঁদের স্পষ্ট বক্তব্য সরকার প্রতিশ্রুতি মত কাজ করছে না।

তাই খনি হোক তাঁরা চান না৷ গতকাল খননের কাজ বন্ধ করে দেওয়া হয়৷ প্রশাসনের লোকজনকে এলাকা ছাড়া করে আদিবাসীরা। গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলন থেকে বীরভূমের দেউচা-পাঁচামি কয়লা খনিতে খনন কাজ শুরুর কথা ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই মতো ৭ ফেব্রুয়ারি শুরু হয় ডেউচার খনন কাজ৷ এদিকে প্রথম থেকেই খনি বিরোধী আন্দোলন করে আসছে স্থানীয়দের একাংশ৷ তাদের মধ্যে অধিকাংশই আদিবাসী মানুষজন। এদিকে এই খনি প্রকল্পের দরুন বেশ কিছু মানুষকে চাকরির নিয়োগ পত্র দেওয়া হয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষেরই অভিযোগ তাদের দাবি-দাওয়া পূরণ করেনি সরকার।
