
শম্ভুনাথ সেনঃ
নিজস্ব বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে শিক্ষিত যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আজ ১০ মার্চ বীরভূমের সদর সিউড়ির “সত্যপ্রিয় ভবন ” সভাকক্ষে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। ভারত সরকারের ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোগ দপ্তর আয়োজিত ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস শীর্ষক এই সেমিনারে নতুন উদ্যোগ স্থাপনের জন্য বিভিন্ন সরকারী সুযোগ সুবিধা ও আইনগত দিক সম্পর্কে তুলে ধরা হয়। এদিন বিষয়ভিত্তিক বিস্তারিত আলোচনা করেন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকরা। সিউড়ী নবদিশা ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় এই সেমিনারে ৭০ জন উদ্যোগীরা অংশ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ঋত্বিক বিশ্বাস, রাজর্ষি মাজি, বীরভূম জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার সৌমেন দত্ত প্রমুখ। প্রজেক্টরের সাহায্যে পেটেন্ট, ট্রেডমার্ক, ডিজাইন, কপিরাইট, সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন খাদি গ্রামোদ্যোগ দপ্তরের জেলা আধিকারিক গোপালকৃষ্ণ বসু এবং ইন্টালেকচুয়েল প্রোপার্টি অ্যাটর্নি শান্তনু গুছাইত। অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সুজিত কুমার মণ্ডল। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শম্ভুনাথ সেন।