
শম্ভুনাথ সেনঃ
প্রাণোচ্ছল অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকদের উপস্থিতিতে ১৬ মার্চ প্রকাশিত হল
“উন্মনা” সাহিত্য পত্রিকার ১১ তম বর্ষের ২৮ তম সংখ্যা। এদিন সকাল থেকেই বীরভূমের মল্লারপুর শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে পত্রিকা প্রকাশ উপলক্ষে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্য গবেষক ড. বাদল সাহা। পত্রিকা সম্পাদক ভারতী ধর ও আশ্রম পরিচালক সুকান্ত মণ্ডলের আমন্ত্রণে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. চৈতন্য বিশ্বাস, ড. পার্থসারথি মুখার্জী, ড. শুভেন্দু বিকাশ চক্রবর্ত্তী, ড. তুষার কান্তি মজুমদার, ড. দীপিকা মজুমদার, সিউড়ি সাহিত্য পরিষদের পক্ষে নিতাই প্রসাদ ঘোষ, সরোজ কর্মকার সহ জেলার বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকরা। সুতপা ধরের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উন্মনার প্রাণপুরুষ তথা প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত শরদিন্দু ধরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত কবি সাহিত্যিকরা। স্বরচিত কবিতা, ছড়া, গল্পপাঠ ছাড়া অনুষ্ঠিত হয় শ্রুতিনাটক। শ্রুতিনাটকের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন কবি তানজিলাল সিদ্দিকি। এদিন উপস্থিত প্রত্যেক সাহিত্য প্রেমীর হাতে তুলে দেওয়া হয় স্মারক সম্মাননা।
