
শম্ভুনাথ সেনঃ
গত শনিবার মধ্যরাতে বিশ্বভারতীর ছাত্রাবাসে হামলা। বহিরাগতদের বিরুদ্ধে মার ধর করার অভিযোগ আনে পড়ুয়ারা৷ আবাসিকদের অভিযোগ সুভাষপল্লিতে বিশ্বভারতীর ছাত্রাবাস দখলের চেষ্টা চালায় এলাকার স্থানীয় লোকজনেরা। এমনকি বিশ্বভারতীর সম্পত্তিতে অসামাজিক কাজকর্ম করার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনা শান্তিনিকেতন থানা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন আক্রান্ত পড়ুয়ারা। উল্লেখ্য, বীরভূমের বোলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই তান ছাত্রাবাস। বর্তমানে এই ছাত্রাবাসে থাকে ২০ জন আবাসিক। তাদের দাবি, দোলযাত্রার পরদিন রাতে ছাদে তাঁরা আড্ডা দিচ্ছিলেন। সেই সময় আশেপাশের বাসিন্দা মিলে বেশ কয়েকজন দুষ্কৃতী ছাত্রাবাসের বাইরে জমায়েত হয়ে বাইরে থেকে গালিগালাজ করতে থাকেন ৷ এমনকি ছাত্রাবাসের গেটও ভেঙে দেয় ৷ ছাদ থেকে সেই ঘটনার ভিডিও করেন পড়ুয়ারা ৷ শেষ পর্যন্ত খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানায়। এমন অভিযোগ পেয়ে রাতেই ছাত্রাবাসে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন। স্থানীয় কাউন্সিলর চন্দন মণ্ডল প্রতিবেশীদের সঙ্গে কথা বলে বিষয়টি নিষ্পত্তি করার আশ্বাস দেন৷