
শম্ভুনাথ সেনঃ
ডাম্পারের ধাক্কায় বাইক আরোহী এক শিক্ষকের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য, নামে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭.৩০টা নাগাদ, বীরভূমের ইলামবাজার ব্লকের ঘুড়িষা-শ্রীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে ইলামবাজার দুবরাজপুর রোড বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। এই দুর্ঘটনার খবর পেয়ে যথাশীঘ্র ঘটনাস্থলে আসেন ইলামবাজার থানার পুলিশ। মৃত ঐ শিক্ষকের নাম আলাউল হক। তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, ইলামবাজার থেকে ঘুড়িষার উদ্দেশ্যে বাড়ি ফিরছিলেন সৈয়দ আলাউল হক ওরফে মিন্টু (৩৯)। অন্যদিকে পিছন থেকে দশ চাকার পাথর ভর্তি ডাম্পার তাকে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ছিটকে পড়েন ঐ বাইক আরোহী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়। শিক্ষকের এই আকস্মিক মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে।