
শম্ভুনাথ সেনঃ
যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় এক ছাত্রের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় পাথর খাদানের অফিসে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে বীরভূমের মুরারই থানা এলাকার বটতলা মোহরাপুর অঞ্চলের বাসিন্দা নাইকি হাঁসদা ১৮ ফেব্রুয়ারি সকালে তার ছেলে নাজেস হাঁসদাকে মোটরসাইকেলে চাপিয়ে স্কুলে দিতে যাচ্ছিলেন। রাজগ্রাম থেকে পাহাড়ের রাস্তার দিকে যাওয়ার পথে সন্তোষপুরে ঘটে এই দুর্ঘটনা। উল্লেখ্য, সন্তোষপুরে রাস্তার পাশে একটি গ্যারাজে একটি ডাম্পারকে জগ দিয়ে উপরে তুলে মেরামত করা হচ্ছিল। নাইকি ও নাজেস পাশ দিয়ে যাওয়ার সময় ডাম্পারটি তাঁদের উপর পড়ে য়ায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট্ট নাজেসের। গুরুতর আহত হয় নাইকি হাঁসদা।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। উত্তেজিত জনতা পাশে থাকা টোল প্লাজায় ভাঙচুর চালায়। আগুন ধরিয়ে দেওয়া হয় পাথর খাদানের অফিসে। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন পাথর বোঝাই ওভারলোডিং গাড়ি যাওয়ার ফলে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। তার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলেই তাদের অভিযোগ।