বীরভূমের খয়রাশোলের রূপুষপুরে কথা সাহিত্যিক শৈলজানন্দের ১২৫ তম জন্মদিন সাড়ম্বরে উদযাপন

শম্ভুনাথ সেনঃ

কথাসাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিনটি মহাসমারোহে উদযাপিত হল তার পৈত্রিক ভিটা বীরভূমের খয়রাশোল ব্লকের রূপুষপুর গ্রামে। এদিন সকাল থেকেই গ্রামের প্রাথমিক ও হাই স্কুলের ছাত্রছাত্রীরা সেই সঙ্গে শৈলজানন্দ অনুরাগী মানুষজন একটি শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। তার প্রতিকৃতি নিয়ে সারা গ্রাম পরিক্রমা করা হয়। পরে সাহিত্যিক শৈলজানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সাহিত্যিকের উত্তরাধিকারী ভাতুষ্পুত্রবধূ মিনতি মুখোপাধ্যায়,স্থানীয় পঞ্চায়েত সদস্য পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া মেজিয়া গভঃ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিন ঘোষ প্রমুখ।

স্মৃতি চারণায় অংশগ্রহণ করেন শিক্ষক প্রদীপ ঘোষ, কবি চিন্ময় চট্টোপাধ্যায়, লেখক অহীভূষণ মণ্ডল,কবি সুবোধ বাগদী প্রমুখ। উল্লেখ্য কথা সাহিত্যিক শৈলজানন্দ একধারে লেখক, নাট্যকার, গল্পকার, প্রবন্ধকার অন্যদিকে চলচ্চিত্র পরিচালক এমনকি অভিনেতাও ছিলেন। তাঁর লেখা বহু কাহিনী চলচ্চিত্র জগতে সমাদৃত হয়েছে। গ্রামের পাঠাগারটি তাঁর নামে নামকরণ করা হয়েছে। গ্রাম ঢোকার পাক রাস্তাটির নামকরণ হয়েছে শৈলজানন্দ সরণি। অন্যদিকে খয়রাশোলে অবস্থিত মহাবিদ্যালয়টি দুই খ্যাতনামা সাহিত্যিক ফাল্গুনী ও শৈলজানন্দের নামে নামাঙ্কিত হয়েছে। এদিন স্মরণ ও স্মৃতিচারণ অনুষ্ঠান থেকে গ্রামের হাইস্কুলটি শৈলজানন্দের নামে নামাঙ্কিত হওয়ার জন্য দাবি ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *