
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই থানা এলাকায় বাঁশলৈই স্টেশন সংলগ্ন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। আজ ১৯ ফেব্রুয়ারি সকালবেলায় বাঁশলৈই স্টেশন থেকে রাজগ্রাম স্টেশন অভিমুখে অফলাইনের আউটারের কাছে ঐ ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় মানুষজন স্টেশন মাস্টারকে খবর দিলে আজ ১১ টার সময় জিআরপি লোকজন এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল গভঃ কলেজ ও হাসপাতালে পাঠায়। লোকটির পরিচয় এখনো জানা যায়নি। ট্রেন থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম