
সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলার সিউড়ি এক নম্বর ব্লকের পাথরচাপুরিতে বিরাজমান সুফী সাধক হযরত সৈয়দ দাতা মাহবুব শাহ ওলীর মাজার শরীফ। প্রতি বছর বাংলা চৈত্র মাসে উনার মাজার শরীফ ঘিরে উরস মোবারক পালিত হয়ে থাকে।কয়েকদিন পর থেকেই সেই উপলক্ষে শুরু হবে দাতা বাবার মেলা। তার আগে চলছে পবিত্র মাহে রমজান। মঙ্গলবার রমজান মাসের ১৭ তম রোজা সম্পন্ন করে পাথরচাপরির ইয়াং জেনারেশনের আমন্ত্রণে দাওয়াত এ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল সেখ। ইফতার মাহফিল শেষে দাতা বাবার মাজারে চাদর চড়ান। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করেন। পরবর্তীতে কয়েকদিন পর থেকে পাথরচাপুরিতে দাতাবাবার মেলা অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে মেলার মাঠ পরিদর্শন করলেন। কাজল শেখ জানান বছরের ১২ মাসের মধ্যে একটা মাসই আমরা পাই, আর এই রমজান মাসে ইফতার পার্টিতে আমন্ত্রণ পাওয়া সত্যিই একটা অন্য অনুভূতি ও আলাদাই তৃপ্তি। তিনি আরো বলেন এই রমজান মাসে এক মাস ধরে রোজা পালন করি হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সহ সমস্ত সম্প্রদায়ের মানুষের মঙ্গল কামনার্থে। আমাদের পরিবারের সকল মানুষজনই যাতে সুস্থ স্বাভাবিক থাকতে পারে এই সারা রমজান মাস ধরে আমরা সেটাই প্রার্থনা করি।
