কবিগুরুর বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য পদে দায়িত্বভার নিলেন ডঃ প্রবীর কুমার ঘোষ

শম্ভুনাথ সেনঃ

দীর্ঘ ১৬ মাস পর বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিশ্বভারতীর প্রাক্তনী প্রবীরকুমার ঘোষ। গতকাল ১৯ ফেব্রুয়ারি বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। তাঁকে দায়িত্বভার বুঝিয়ে দেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ সহ অন্যান্য অধ্যাপকরা। উল্লেখ্য, তিন দশকেরও বেশি সময় ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতার পর এবার তিনি দায়িত্ব পেলেন নিজের বিশ্ববিদ্যালয়েই। দায়িত্বভার গ্রহণ করার পরই উপাচার্য ড. প্রবীরকুমার ঘোষ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন তা আমি ‘চ্যালেঞ্জ’ হিসেবে গ্রহণ করেছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অখুন্ন রাখার পাশাপাশি দায়িত্ব নিয়েই এবার জাতীয় শিক্ষানীতি চালু করার কথা জানান তিনি৷ উল্লেখ্য, ২০২৩ সালের ৮ নভেম্বর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অবসর গ্রহণ করেন। তারপরেই কলাভবনের অধ্যাপক সঞ্জয় কুমার মল্লিক, শিক্ষা সদনের অধ্যাপক অরবিন্দ মণ্ডল, পল্লী সংগঠন বিভাগের অধ্যাপক বিনয় কুমার সরেন ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন। এবার স্থায়ী উপাচার্য নিয়োগ হওয়ায় খুশি বিশ্বভারতীর সকল কর্মী, অধ্যাপক, পড়ুয়া সহ প্রবীণ আশ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *