
দীপককুমার দাসঃ
আজ সিউড়ি বি.আই.ই.টি কলেজে, পদ্মশ্রী আচার্য রমারঞ্জন মুখোপাধ্যায় স্মৃতি রক্তদান কর্মসূচি পালিত হলো। উপস্থিত ছিলেন সিউড়ি ১ ব্লক সভাপতি প্রশান্ত প্রসাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রজিৎ মন্ডল, তিলপাড়া পঞ্চায়েত প্রধান বাসুদেব মাহারা, সমাজসেবী প্রশান্ত প্রসাদ লালা, সদস্য কাজল বীরবংশী, ডাঃ রতন দত্ত, বৃক্ষপ্রেমী ভক্তিময় দাসবর্মণ।

আন্তর্জাতিক বনদিবসের প্রাক্কালে, বীরভূমের গাছ গ্রুপের পক্ষে অতিথি ও রক্তদাতাদের হাতে “আচার্য রমারঞ্জন মুখোপাধ্যায় স্মৃতি বৃক্ষ”-চিহ্নিত মোট ৬০ টি ফলের গাছ প্রদান করা হয়। ড. পার্থসারথি মুখোপাধ্যায়, ড. কল্যাণ ভট্টাচার্য, ড. দেবশ্রী চক্রবর্তী যথাক্রমে আইকেয়ার, গাছ গ্রুপ ও কলেজের পক্ষে সকলকে ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. স্বরূপ রায়। এই মহতী কর্মসূচিকে ঘিরে কলেজের ছাত্র ছাত্রী, শিক্ষক, শিক্ষা কর্মী, অভিভাবকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
