
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের তন্ত্রক্ষেত্র তারাপীঠ মহাশ্মশানে নোংরা জলের আন্ডার গ্রাউন্ড ট্রাঙ্ক নির্মাণের প্রতিবাদে দীর্ঘদিন ধরেই সরব হয়েছে বীরভূম জেলা বিজেপি। তাদের অভিযোগ তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ এই অবৈধ নির্মাণ করে সনাতনী বৈষ্ণব সমাজের অবমাননা করছেন। এরই প্রতিবাদে শুরু হয়েছে বিজেপির লাগাতার বিক্ষোভ কর্মসূচি। আজ ২১ ফেব্রুয়ারি রামপুরহাট মহকুমা শাসকের অফিসের সামনে এই অবস্থান বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। বৃষ্টিকে উপেক্ষা করে এদিন এই অস্থায়ী মঞ্চে উপস্থিত থেকে প্রতিবাদ সভা করেন তিনি। এদিনের প্রতিবাদ মঞ্চে শুভেন্দু অধিকারী বলেন, তারাপীঠ মহাশ্মশান পবিত্র জায়গা। তারামায়ের দর্শন এর জন্য দেশ-বিদেশের মানুষ ছুটে আসেন বছরভর। তোষণকারী সরকার তারাপীঠের এই ঐতিহ্য ভেঙে দিতে চাইছে। তৃণমূল হিন্দুদের উপর আক্রমণ শুরু করেছে। তারাপীঠ মহাশ্মশানে অবৈধ নির্মাণ সনাতনী বৈষ্ণব সমাজের অবমাননা। এর বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য রাখেন তিনি। উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ।এছাড়া এদিন সাঁইথিয়ায় সনাতনী অত্যাচারিত পরিবারের সাথে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাদের পাশে থাকার বার্তা দেন তিনি।