
মেহের সেখঃ
২১ মার্চ শুক্রবার বিশ্ব কবিতা দিবস উপলক্ষে সাহিত্য অকাদেমির উদ্যোগে সাহিত্য অকাদেমির প্রধান কার্যালয় দিল্লীতে ও সাহিত্য অকাদেমির আঞ্চলিক কার্যালয় কলকাতা ও বেঙ্গালুরুতে বহুভাষী কবি সম্মেলনের আয়োজন করা হয়। সাহিত্য অকাদেমির প্রধান কার্যালয় দিল্লীতে বহুভাষী কবি সম্মেলনে ইংরেজি ভাষায় কবিতা পাঠ করেন ও পি ঝা, হিন্দি ভাষায় কবিতা পাঠ করেন সুদীপ্তি, মৈথিলী ভাষায় কবিতা পাঠ করেন দেব শংকর নবীন, পঞ্জাবী ভাষায় কবিতা পাঠ করেন প্রভজৌত কৌর, সংস্কৃত ভাষায় কবিতা পাঠ করেন ভাগীরথী নন্দ, সাঁওতালী ভাষায় কবিতা পাঠ করেন কাশুনাথ সরেন এবং উর্দু ভাষায় কবিতা পাঠ করেন ইমরান অজীম। প্রত্যেকে নিজ নিজ ভাষায় কবিতা পাঠ করার পর সেটির ইংরেজি ও হিন্দিতে অনুবাদ পাঠ করে শোনান। সাহিত্য অকাদেমির প্রধান কার্যালয়ের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিত্য অকাদেমির উপ সচিব ড. দেবেন্দ্রকুমার দেবেশ। উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি মদন কশ্যপ, উপেন্দ্র কুমার প্রমুখ। সাহিত্য অকাদেমির এই একই কার্যক্রমের অঙ্গ হিসেবে সাহিত্য অকাদেমির আঞ্চলিক কার্যালয় বেঙ্গালুরুর অফিসে বহুভাষী কবি সম্মেলনে হিন্দি ভাষায় কবিতা পাঠ করেন উষা রাণী রাও, কন্নড় ভাষায় কবিতা পাঠ করেন বী. এম. মঞ্জুনাথ , মালয়লম ভাষায় কবিতা পাঠ করেন আশা আশিতা, তামিল ভাষায় কবিতা পাঠ করেন অভিলাষ চন্দ্রন এবং তেলেগু ভাষায় কবিতা পাঠ করেন মানস চামর্থী। প্রত্যেকেই নিজের নিজের কবিতা পাঠ করার পর ইংরেজি ও হিন্দিতে কবিতাটার অনুবাদ পাঠ করে শোনান। সাহিত্য অকাদেমির এই কার্যক্রমের অঙ্গ হিসেবে সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের কলকাতা অফিসে সাহিত্য অকাদেমি তার ওয়েবলাইন সাহিত্যমালার অধীনে অনলাইনে এদিন একটি বহুভাষিক কবি সম্মেলনের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে স্বাগত ভাষণ দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের কলকাতা অফিসের ভারপ্রাপ্ত আধিকারিক ক্ষেত্রবাসী নায়ক। অনুষ্ঠানে কবিতা পাঠে অংশগ্রহণ করেন বিশিষ্ট অসমীয়া কবি বর্ণালী বরগোহাইন, বাংলা কবি অর্ণব সাহা, বোড়ো কবি রশ্মি চৌধুরী, মৈথিলী কবি নিবেদিতা ঝা, মণিপুরী কবি দেবদাস মইরেমবাম, নেপালী কবি লক্ষ্মণ অধিকারী, ওডিয়া কবি শশীভূষণ বিসওয়াল এবং সাঁওতালী কবি ভূজঙ্গ টুডু। সকলে মূল ভাষায় কবিতা পড়ার পাশাপাশি কবিতাগুলির ইংরেজি/হিন্দি অনুবাদও পড়েন। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটান সাহিত্য অকাদেমির কার্যক্রম আধিকারিক অভিষেক রথ।