
শম্ভুনাথ সেনঃ
বেসরকারি উদ্যোগে একটি সাংস্কৃতিক বিদ্যালয় গড়ে উঠবে বীরভূমের মাটিতে। ইলামবাজার ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের শুনমুনি গ্রামে নির্মাণ হবে সেই বিদ্যালয়। গ্রামীণ এলাকার ছাত্র-ছাত্রীরা শিখবে নাচ, গান, তবলা লহড়া, আবৃত্তি এমন নানা সাংস্কৃতিক বিষয়। সেই বিদ্যালয়ের শুভ সূচনা উপলক্ষে ২২ মার্চ শুনমুনি গ্রামের মাঠে বসন্ত উৎসব সেইসঙ্গে বাউল মেলার আয়োজন করা হয়। ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা বর্তমান সদস্য গ্রামেরই শুধাময় বাউরির হাত ছুঁয়ে প্রদীপ প্রজ্জলিত হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য মিলন ঘোষ বিশিষ্ট সমাজসেবী বংশীধর দাস, বাঁকুড়া মেজিয়া গভঃ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ রবিন ঘোষ সহ বিশিষ্টজনেরা। এই বিদ্যালয় গড়ে তুলবেন কলকাতার “বেহালা নৃতাঞ্জলি” সংস্থার কর্ণধার শিল্পী রবিশঙ্কর ভট্টাচার্য। আমেরিকাতেও রয়েছে তার একটি সাংস্কৃতিক বিদ্যালয়। বীরভূমকে ভালোবেসে তিনি গ্রামের ছেলে মেয়েদের সাংস্কৃতিক চর্চার জন্য এখানে একটি বিদ্যালয় গড়ে তুলবেন বলে জানিয়েছেন। সহযোগিতার হাত বাড়িয়েছেন বক্রেশ্বর প্রকৃতি জনজাগরণ ট্রাস্টের কর্ণধার অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ বিশ্বাস, দুবরাজপুর রেওয়াজ ভবনের কর্ণধার তবলা শিল্পী ফটিক কবিরাজ প্রমুখ এবং এলাকার যুব সমাজ। এদিন বিশিষ্ট বাউল শিল্পীরা বাউল গান পরিবেশন করেন। উৎসাহ আর উদ্দীপনা নিয়ে উপস্থিত ছিলেন গ্রামের মানুষজন।