
শম্ভুনাথ সেনঃ
আইন নিয়েছিল তারা নিজের হাতে। দুর্ঘটনার মোকাবিলা করতে গিয়ে পুলিশকে হেনস্থা করে স্থানীয় মানুষজন। যার ফলে ৮ জনকে গ্রেপ্তার করলো মুরারই থানার পুলিশ। উল্লেখ্য, বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের সন্তোষপুর গ্রামে গত ১৮ মার্চ বাবা ছেলেকে নিয়ে স্কুল যাবার পথে দুর্ঘটনায় ছাত্রটির মৃত্যু হয়। এই ঘটনায় এলাকার বিক্ষিপ্ত জনতা প্রশাসনের গাফিলতি নিয়ে বিক্ষোভ দেখায়। এলাকায় পুলিশ এলে তাদের লক্ষ্য করে বিক্ষোভ দেখায় মারতে উদ্যত হয়। এলাকায় আগুন লাগিয়ে দেওয়ার মত ঘটনা ঘটে। সেদিন যারা পুলিশকে মারার জন্য ধাওয়া করে তাদেরকে চিহ্নিত করে মুরারই থানা কর্তৃপক্ষ। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ২৪ মার্চ তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম