
শম্ভুনাথ সেনঃ
বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নির্দেশক্রমে জেলা জুড়ে ২৮ মার্চ উৎসাহের সঙ্গে পালিত হয় শিশুশ্রম, স্কুলছুট ও বাল্যবিবাহ প্রতিরোধী জন জাগরণ কর্মসূচি। জেলার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সমাজ সচেতন অভিভাবকদের নিয়ে গ্রামের পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়। এই পদযাত্রার মূল স্লোগান ছিল “শিশুশ্রম, স্কুলছুট, ও বাল্যবিবাহ রদ করা !
সারা জেলার সঙ্গে বীরভূমের ময়ূরেশ্বর চক্রের উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এদিন সকাল থেকেই এলাকায় পদযাত্রায় সামিল হয়। প্রধান শিক্ষক সুকুমার গঁড়াই, সহশিক্ষক-হায়াতুল্লা সেখ, বিথীন মণ্ডল, অর্জুন কুমার দত্ত ও সহ শিক্ষিকা অনিমা মণ্ডলরা ছাত্র-ছাত্রীদের সঙ্গে পদযাত্রায় অংশগ্রহণ করেন। বাল্যবিবাহ রোধে গ্রামের মানুষকেও তারা সচেতনতার বার্তা দেন।