
শম্ভুনাথ সেনঃ
ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী রমজান হল নবম মাস, মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র মাস। বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব-কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের ছোটচক গ্রামে দরগা শরীফ প্রাঙ্গনে আজ ৩১ মার্চ ঈদের দিন সাত সকালেই শুরু হয় পবিত্র ঈদুল ফিতরের নামাজ। নতুন পোশাক পরিধান করে ছোটচক, সাহাপুর, ডাঙ্গাপাড়া, বরচাতুরি থেকে আরম্ভ করে সমস্ত মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষজন খুশির ঈদে ভিড় জমান। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় দীর্ঘ এক মাস ধরে রোজা পালনের পর মিলিত হন সমবেত নামাজে। রোজার আর এক অর্থ সংযম। এককথায় রোজা হলো সংযমের মাস। রমজানের এই মাসটি পবিত্র মাস হিসেবে চিহ্নিত হয়।একমাস ধরে উপবাসের কৃচ্ছ সাধনের দ্বারা রমজান মাস পালনের অন্যতম ব্রত।সারা মাসব্যাপী রোজা পালনের পর আজ পালিত হচ্ছে খুশির ঈদ। দরগা শরীফ যেন মিলনক্ষেত্রে পরিণত হয়েছে। এই আনন্দের মাঝে যাতে কোন বিশৃঙ্খলা না তৈরি হয় সেজন্য প্রশাসন ছিল তৎপর।জয়দেব কেন্দুলী ফাড়িতে কর্মরত আইসি সৌমিত্র সুকুলের নেতৃত্বে ছিল কঠোর নজরদারি।