
শম্ভুনাথ সেনঃ
চলতি বছরেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা হতে পারে ৷ ৩০ মার্চ, রবিবার, বীরভূমের বোলপুরে একটি সম্মেলনে যোগ দিয়ে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তবে, পুরোটাই ভাবনাচিন্তার পর্যায়ে রয়েছে ৷ এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান৷ এদিন বীরভূমের বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ৪১ তম “প.ব. কলেজ শিক্ষক অ্যাসোসিয়েশনে’র” সভায় যোগ দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়, বোলপুর সাংসদ অসিত কুমার মাল, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক প্রমুখ। সেখানেই তিনি বলেন, “দেখুন নির্বাচন নিয়ে মহামান্য আদালত যা বলেছে, তার সঙ্গে আমার কোনও দ্বিমত নেই ৷ কিন্তু, এটা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা বলা দরকার। আমি আগেও বলেছি, আবারও বলছি-নির্বাচন হবে এ বিষয়ে আমি আশাবাদী ৷”
উল্লেখ্য, রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি৷ যা নিয়ে লাগাতার আন্দোলন করে আসছে বাম ছাত্র সংগঠনগুলি৷ উত্তাল হয়েছে যাবদপুর বিশ্ববিদ্যালয়ও৷ এই দাবিতে সরব হয়ে আক্রান্ত হতে হয়েছিল শিক্ষামন্ত্রীকেও৷