
শম্ভুনাথ সেনঃ
ঈদ উপলক্ষে বীরভূমের সদর সিউড়িতে ৩১ মার্চ “১১২ তম ঈদ স্পোর্টস” এবারও সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। এদিনের এই স্পোর্টসের উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. লক্ষ্মীনারায়ণ মণ্ডল। অনুষ্ঠানে গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সমাহর্তা বিধান রায়, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক পলাশ চৌধুরী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক কল্যাণ ভট্টাচার্য্য, বিশিষ্ট সমাজসেবী মহম্মদ আব্দুল সফি প্রমুখ।


এদিন বিকেলে বেশ উৎসাহ উদ্দীপনায় ঐতিহ্যবাহী সিউড়ি ঈদগাহ ময়দানে ১৭ টি ইভেন্টে নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। জাতি ধর্ম নির্বিশেষে সর্বজনীন এই ক্রীড়া প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী প্রতিযোগিরা অংশগ্রহণ করে। ছাত্র-ছাত্রী যুবক-যুবতী সেইসঙ্গে সর্বসাধারণের জন্য ছিল নানা ইভেন্ট। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র ও স্মারক সম্মাননা। অনুষ্ঠানে অন্যতম উদ্যোক্তা এবং সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন স্পোর্টস কমিটির জেনারেল সেক্রেটারি সৈয়দ ফজলে রেজা।
