
শম্ভুনাথ সেনঃ
দুটি সর্বভারতীয় পরীক্ষায় জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম) এবং গ্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট) প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা প্রিয়াংশু মিশ্র। গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে জ্যামের ফল। বায়োটেকনোলজিতে ওই ছাত্র সর্বভারতীয় স্তরে ৪৯ র্যাংক করেছে। অন্যদিকে গত বুধবার প্রকাশিত হয় গেটের ফল। ওই পরীক্ষায় মাইক্রোবায়োলজি বিষয়ে সর্বভারতীয় স্তরে চতুর্থ স্থান অধিকার করেছে প্রিয়াংশু। উল্লেখ্য, দুবরাজপুরের বাসিন্দা হলেও প্রাথমিক শিক্ষার পর পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়াতে পড়াশুনা করেছে। বর্তমানে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের স্নাতক স্তরের শেষ সেমিস্টারের পড়ুয়া। সে আগামী দিনে আইআইটিতে মাস্টার্স করার পর গবেষণা করতে চাই।
তারে সাফল্যে উচ্ছসিত দুবরাজপুর শহরবাসীর সঙ্গে সারা বীরভূম বাসী। ৩০ মার্চ “মৈথিলী ব্রাহ্মণ সমাজ” দুবরাজপুর “মাদৃক সংঘ” সাংস্কৃতিক মঞ্চে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে সম্মানিত করে। তাঁর হাতে তুলে দেওয়া হয় স্মারক, বই, ফুল, মিষ্টি, মানপত্র। অন্যদিকে দুবরাজপুর মাদৃক সংঘ ক্লাবের পক্ষ থেকেও তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক এসপি মিশ্র, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, শিক্ষক চণ্ডীদাস দত্ত, অধ্যাপক ড. রবিন ঘোষ প্রমুখ। তাঁর সাফল্যে ভূয়শী প্রশংসা করেন বক্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক বিমল ওঝা।