
শম্ভুনাথ সেনঃ
নিখোঁজ হওয়ার দুদিন পর এক যুবকের মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার বাহাদুরপুরে। গ্রাম সংলগ্ন রোডের ধার থেকে নিখোঁজ হওয়া ২৯ বছর বয়সের এই যুবকের মৃতদেহ দেখতে পায় এলাকার মানুষ। মৃতদেহের মধ্যে আঘাতের চিহ্ন ছিল। খবর দেওয়া হয় স্থানীয় মুরারই থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভঃ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবার সূত্রে জানা গেছে গত ৩ এপ্রিল, বৃহস্পতিবার রাত্রি ন’টা নাগাদ তার পরিচিত ব্যক্তি তাকে ফোন করে ডাকে। তারপরে তার আর কোনো খোঁজ মেলেনি। মৃত ব্যক্তির পরিবার থেকে মুরারই থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। পাশাপাশি নিখোঁজের সন্ধান জানানোর পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় পোস্টার দেওয়া হয়। আজ ৫ এপ্রিল সকাল বেলায় বাহাদুরপুর এলাকার ওই যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবকের নুর ইসলাম, বয়স। ২৯ বছর। তার মোবাইল রিপেয়ারিং এবং অনলাইনের দোকান ছিল। পাশাপাশি সে টাকা পয়সা লেনদেনের কারবার করতো। এলাকার বন্ধুবান্ধবদের বেশ কিছু টাকা ধার দিয়ে রেখেছিল। সেই টাকা বেশ কিছুদিন ধরে চাইতে শুরু করে নুর ইসলাম। এই ঘটনাকে কেন্দ্র করে এই খুন হতে পারে বলে এলাকার মানুষ মনে করছে। তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ। এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম