ভারতবর্ষের দ্বিতীয় মহাকাশ বেলুন উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন হল বীরভূমের চন্দ্রপুরে

শম্ভুনাথ সেনঃ

মহাবিশ্বের মহাকাশের এক নতুন দিগন্তের সূচনা হলো বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুরে। চন্দ্রপুর থানার অদূরেই ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের উদ্যোগে ৬ বিঘা জায়গার উপর স্থাপন করা হয়েছে ভারতবর্ষের দ্বিতীয় এবং পশ্চিমবঙ্গের প্রথম মহাকাশ বেলুন উৎক্ষেপণ কেন্দ্র। যেখান থেকে কম খরচে মহাকাশে গবেষণার জন্য বেলুন পাঠানো সম্ভব হবে। গতকাল ৩ এপ্রিল পরীক্ষামূলক ভাবে বেলুন ছাড়ার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের এবং বিদেশের মহাকাশ নিয়ে গবেষকদের বেশ কয়েকজন স্বনামধন্য বিজ্ঞানী ব্যক্তিত্ব। অন্তত ৩৫ ফুটের একটি বেলুন এদিন পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ানো হয়। যা সফলভাবেই সম্পন্ন হয়েছে। মহাকাশ গবেষণার জন্য বেলুন ছাড়ার সমস্ত দিক থেকে উপযুক্ত কেন্দ্র হচ্ছে এই চন্দ্রপুর। আগামীদিনে ১৫০ ফুট সাইজের বেলুনও পাঠানো যাবে বীরভূমের চন্দ্রপুর-এর এই উৎক্ষেপণ কেন্দ্র থেকে। যা সারা ভারতবর্ষে মহাকাশ বিজ্ঞান গবেষণার এক নতুন অধ্যায় সূচনা করবে। স্বভাবতই মহাকাশ বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করবে চন্দ্রপুর-এর এই বেলুন উৎক্ষেপণ কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *