
সেখ রিয়াজুদ্দিনঃ
সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল। উল্লেখ্য ইতিপূর্বে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন সেই রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। এনিয়ে রায় ঘোষণার পর থেকে রাজ্য রাজনীতি ফের সরগরম হয়ে উঠছে। সেই ঘটনাকে সামনে রেখে বিজেপি পথে নামে এবং প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে ‘ডবল ডবল চাকরির’ বদলে ডবল ডবল ভাঁওতা দিয়ে দায়িত্ব সহকারে ভবিষ্যৎকে অন্ধকারে নিমজ্জিত করলো মমতা ব্যানার্জীর সরকার বলে বিজেপি নেতৃত্বের বক্তব্য। চাকরি বাতিল ঘটনার প্রতিবাদে বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লক বিজেপির পক্ষ থেকে শুক্রবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় খয়রাসোল বাসষ্ট্যান্ডে। এদিন বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে স্থানীয় এলাকাজুড়ে একটি মিছিল বের হয় বলে বিজেপি সূত্রে জানা যায়।