
শম্ভুনাথ সেনঃ
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আজ এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় বীরভূমের ইলামবাজারে। নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি এবং জীবন দায়ী ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদে আজ ৫ এপ্রিল বীরভূমের ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলে পা মেলান এলাকার মা- মেয়েরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে এই মিছিল এলাকা পরিক্রমা করে। মূলত জীবনদায়ী ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদে ইলামবাজারে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে প্রতিবাদী এই মহামিছিলে পথে নামে দলীয় কর্মী সমর্থক সহ এলাকার সাধারণ মানুষ। নেতৃত্ব দেন ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান,বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ রবি মুর্মু, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল চন্দ্র রায় সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন এই প্রতিবাদী মহামিছিলে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। ইলামবাজার চৌমাথার মোড় থেকে এই প্রতিবাদী মিছিল শুরু হয় এবং গোটা ইলামবাজার পরিক্রমা করে আবার চৌমাথা মোড়ে এসে শেষ হয়। সব রকমের অপ্রীতিকর ঘটনা এবং বিশৃঙ্খলা এড়াতে ইলামবাজার থানা প্রশাসন ছিল তৎপর।