
মেহের সেখঃ
সাহিত্য বাসরের উদ্যোগে ২২ মার্চ সাহিত্যিক অমিয়ভূষণ মজুমদারের বোলপুরের বাসভবনে তাঁর ১০৭তম জন্মদিন পালন করা হয় এবং আন্তর্জালিক মাধ্যমে সাহিত্যিক অমিয়ভূষণ মজুমদারকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সূচক ভাষণ প্রদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৌরাংশু মুখোপাধ্যায়। আলোচনাসভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক অমিয়ভূষণ মজুমদারের কনিষ্ঠা কন্যা এণাক্ষী মজুমদার, দে’জ পাবলিশিং এর কর্ণধার সুধাংশুশেখর দে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা ড . উর্বী মুখোপাধ্যায়। উক্ত অনুষ্ঠানে সাহিত্যিক অমিয়ভূষণ মজুমদারের কনিষ্ঠা কন্যা এণাক্ষী মজুমদার যেমন তাঁর পিতার সম্পর্কে বলেছিলেন। তেমনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা অমিয়ভূষণ-গবেষক ড. উর্বী মুখোপাধ্যায় অমিয়ভূষণ মজুমদারের উপন্যাসে উত্তরবঙ্গের জনজাতি বিষয়ে মনোজ্ঞ আলোচনা করেছিলেন। অমিয়ভূষণ মজুমদারের বইয়ের একমাত্র প্রকাশক দে’জ প্রাবলিশিং এর প্রকাশক সুধাংশুশেখর দে অমিয়ভূষণ মজুমদারের বই প্রকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য বাসরের কর্ণধার তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রখ্যাত অধ্যাপিকা ড. সঙ্গীতা সান্যাল।
