বীরভূমের খরুণ গ্রামে অল্পের জন্য বেঁচে গেল শিশু

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের রামপুরহাট থানার খরুণ গ্রামে আজ অকস্মাৎ ঘটে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। শিশু মৃত্যুর মরণফাঁদে পরিণত হয় একটি ভাঙা প্রাচীর। উল্লেখ্য, আজ ৮ এপ্রিল, মঙ্গলবার সকালে খরুণ গ্রামের তিনটি শিশু, যাদের বয়স ৩-৭ বছর, বাড়ির পাশের একটি পুরনো প্রাচীরের ধারে খেলা করছিল। আচমকা সেই পুরনো প্রাচীরটি ভেঙে পড়ে তাদের ওপর। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শিশুদের কান্না এবং আর্ত চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা পরিবারের সদস্যরা। দ্রুত তিনজন শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রামপুরহাট গভঃ সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে তিনজনই চিকিৎসাধীন এবং তাদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন মা-বাবা, আত্মীয়, পরিবার-পরিজনেরা। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই এই প্রাচীরটি দুর্বল অবস্থায় ছিল, কিন্তু কোনোরকম ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশ্ন উঠছে, কার গাফিলতিতে এই মৃত্যু মুখী দুর্ঘটনা? শিশুদের জীবনের ঝুঁকি কার অবহেলার ফল?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *