
দীপককুমার দাসঃ
মহঃ বাজার ব্লকের শঙ্করপুরে শঙ্করপূর বজরঙ্গবলী সেবা সমিতির উদ্যোগে আয়োজন করা হয় চারদিন ব্যাপী অনুষ্ঠানের। শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের উদ্বোধন হয়। ডঃ পার্থসারথি মুখোপাধ্যায়ের হাত দিয়ে ভূমা পত্রিকা প্রকাশ হয়।

রবিবার সকালে ঘট আনয়নের পর বৈদিক হোমযঞ্জের আয়োজন করা হয়। এছাড়াও ভাগবত পাঠের আয়োজন করা হয়। রামনবমী উপলক্ষ্যে রামায়ণ গান, লীলা কীর্তন, নৃত্যানুষ্ঠান ও সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি লোকশিল্পী কৌশিক অধিকারীর লোক ব্যান্ডের অনুষ্ঠান রাখা হয়েছে। সোমবার দুপুরে নরনারায়ণ সেবারও ব্যবস্থা করা হয়।
