
শম্ভুনাথ সেনঃ
সম্প্রতি “ওয়াকফ সংশোধনী বিল” আইনে পরিণত হয়েছে। আজ ৯ এপ্রিল বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের ইমাম সংগঠনের পক্ষ থেকে ওয়াকফ বিল সংশোধনীর প্রতিবাদে একটি মিছিল মুরারই বাজার পরিক্রমা করে। এই বিলের বিরুদ্ধে সকাল সাড়ে নটায় নতুন বাজার মোড় থেকে মিছিল শুরু হয়। সেই মিছিল গোটা বাজার ঘুরে আন্ডার পাশ দিয়ে ভাদিশ্বর বাসস্ট্যান্ড ঘুরে মুরারই পশুহাটে গিয়ে শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন এলাকার ইমামগণ সহ ব্লকের তৃণমূল পার্টির ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ, মুবারই বিধানসভার বিধায়ক ডাঃ মোশারফ হোসেন, জেলা পরিষদ সদস্য প্রদীপ কুমার ভকত, তৃণমূল পার্টির সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক আলী মুর্তজা খান, জেলা পরিষদ কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান ও এলাকার নাগরিকবৃন্দ। এই মিছিলে তৃণমূলের একাংশ তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে স্লোগান উঠে। স্যালাইন সাংসদ বলে তাকে কটাক্ষ করা হয়। ওয়াকফ বিল পেশের দিনে তিনি বিরোধিতা করতে পারেননি। শরীর অসুস্থ থাকার দরুন তিনি সংসদে অনুপস্থিত ছিলেন।।আজকের এই প্রতিবাদ মিছিলের পরিপ্রেক্ষিতে রেল স্টেশনের ভেতরে ঢুকে যাতে রেল অবরোধ না করতে পারে সেজন্য সকাল থেকে বিরাট রেল পুলিশ বাহিনী রেল গেটের দুই দিকে মোতায়েন করা হয়।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম