
শম্ভুনাথ সেনঃ
ব্যক্তিগত কাজের জন্য বন্ধন ব্যাংকে ঋণ নিয়েছেন। কিস্তির টাকা দিতে না পারায় গৃহবধূ ঝুটুন মাল তার বাবার বাড়িতে আছেন। ঋণ শোধ করতে না পারার পরিতাপে সে বাপের বাড়িতে বিষ খেয়ে আত্মঘাতী হবার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে ৮ এপ্রিল সকালে বীরভূমের মুরারই থানার অন্তগত রাজগ্রামে। এই ঘটনায় তড়িঘড়ি ওই মহিলাকে উদ্ধার করে মুরারই হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বন্ধন নামে বেসরকারি ব্যাংকে লোন নিয়েছিলেন সাংসারিক কাজের জন্য। আর সেই লোনের কিস্তি পরিশোধ করতে না পারায় আজ বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই মহিলা। প্রথমে মুরারই হাসপাতাল ভর্তি করা হলে অবস্থার অবনতির কারণে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুরারই এলাকায়।
ছবিঃ দীপু মিঞা, মুরারই, বীরভূম।