
শম্ভুনাথ সেনঃ
“জীবনের জন্য বিজ্ঞান”, “মানুষের জন্য বিজ্ঞান”, “স্বনির্ভরতার জন্য বিজ্ঞান”, “সবার জন্য বিজ্ঞান” এমন ভাবনা নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এগিয়ে চলেছে। আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এবং কুসংস্কার মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তারা দৃঢ় প্রতিজ্ঞ। বীরভূমের সাঁইথিয়া ব্লকের আমোদপুর বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আমোদপুর কমিউনিটি হলে আজ ১০ এপ্রিল “বিজ্ঞান অভীক্ষা-২০২৪” এর পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। শ্রাবণী মিত্র, বুলা দত্ত ও শিল্পী দত্তের কোরাস কণ্ঠে উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। উল্লেখ্য, এদিন ১০৮টি স্কুলের ১৬২ জন ছাত্র-ছাত্রীদের মেধা অনুযায়ী পুরস্কৃত করা হয়। এছাড়া জেলার ৫০ জন শিক্ষক, ৪০ জন বিজ্ঞানপ্রেমী মানুষের হাতে তুলে দেওয়া হয় স্মারক সম্মাননা। আজীবন বিজ্ঞান প্রেমী হিসেবে সংবর্ধনা জ্ঞাপন করা হয় লাভপুরের নাট্য ব্যক্তিত্ব মহাদেব দত্তকে। শিবনাথ ব্যানার্জি ও প্রবীর মুখার্জী সংগীত পরিবেশন করেন। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল রুজ, অরুণ রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সুকুমার দত্ত, সভাপতি পরিমল চট্টোপাধ্যায় প্রমুখ।
