
শম্ভুনাথ সেনঃ
পারিবারিক অশান্তির জেরে ৬ মাসের শিশু ছিল মায়ের কোল ছাড়া। ঐ বাচ্চাকে জোড় করে স্বামী ও শাশুড়ী অনত্র নিয়ে চলে যায়। গতকাল ৯ এপ্রিল,বুধবার বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে এমনই অভিযোগ করেন শান্তিনিকেতন থানার সুরুল গ্রামের জিনিয়া পারভিন নামে এক গৃহবধূ। এই গ্রামেই গৃহবধূর বাপের বাড়িও। অভিযোগ পাবার পরেই তৎপর হয় বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ।সচিব তথা বিচারক নিরুপমা দাস ভৌমিক ওই কোলের শিশুকে তার মায়ের কাছে অবিলম্বে ফেরানোর নির্দেশ দেন। সচিবের নির্দেশক্রমে শান্তিনিকেতন থানার আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার ঐ গৃহবধূর স্বামী ও শাশুড়ীকে থানায় ডেকে আপোষ মীমাংসায় ঐ শিশুকে মায়ের কোলে ফেরানো হয়। মহিউদ্দীন আহমেদ জানান,পারিবারিক অশান্তির কারনেই বাচ্চাকে অন্যত্র নিয়ে যায় বলে অভিযোগ করেন গৃহবধূ। সেই মতো আজ বাচ্চাকে মায়ের কাছে ফেরানো হয়। ওদের পারিবারিক সমস্যা যথাশীঘ্র আলোচনা সাপেক্ষে মিটিয়ে দেওয়া হবে বলে তিনি ওই পরিবারকে আশ্বাস দেন।
