
শম্ভুনাথ সেনঃ
রক্তদান শিবির, বস্ত্রদান, সেই সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে অর্ক পাণ্ডের প্রথম প্রয়াণ বার্ষিকীতে আজ ১০ এপ্রিল স্মরণসভা অনুষ্ঠিত হলো। বীরভূমের দুবরাজপুর পুরসভার পুরপিতা পীযূষ পাণ্ডের একমাত্র পুত্র অর্কে’র গত বছর ঠিক এই দিনে ১০ই এপ্রিল মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। উল্লেখ্য,
যকৃত রোগে আক্রান্ত হয়ে হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু ঘটে। তার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণীয় করতে দুবরাজপুর নায়কপাড়া পার্কে এদিন স্মরণসভা অনুষ্ঠিত হয়। তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন পিতা পীযূষ পাণ্ডে সহ অর্ক অনুরাগী মানুষজনেরা। অর্ক পাণ্ডের স্মৃতিতে বিভিন্ন বক্তা এদিন বক্তব্য তুলে ধরেন।

অর্ক পাণ্ডে স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে অন্তত দেড় হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজন মিলে ১২৪ জন এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে সিউড়ি সদর ব্লাড সেন্টার কর্তৃপক্ষ। দুই শতাধিক মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, জেলার বিশিষ্ট আইনজীবী মলয় মুখোপাধ্যায়, অধ্যাপক ড. রবিন ঘোষ, অধ্যাপক দেবব্রত সাহা, প্রাক্তন বিধায়ক নরেশ চন্দ্র বাউরী, দুবরাজপুর পুরসভার কাউন্সিলরবৃন্দ সহ বহু বিশিষ্ট মানুষজন।
