
সেখ রিয়াজুদ্দিনঃ
সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক সহ শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করা হয়েছে। সেনিয়ে রাজ্য রাজনীতি সরগরম। বাতিল যোগ্য শিক্ষকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে চাকরি হারানো শিক্ষক সহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন। এনিয়ে কোথাও কোথাও চাকরি হারানো আন্দোলনকারী শিক্ষকদের ওপর নেমে আসছে পুলিশের লাঠিচার্জ। সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে এস এফ আই,ডিওয়াই এফ আই সহ সিপিআইএমের বিভিন্ন গনসংগঠনের পক্ষ থেকে খয়রাসোল ব্লক সিপিআইএম এরিয়া কমিটির ডাকে বৃহস্পতিবার খয়রাসোল সিপিআইএম পার্টি অফিস থেকে একটি সুসজ্জিত প্রতিবাদ মিছিল স্থানীয় বাজার, থানা, বাসষ্ট্যান্ড এলাকা পরিক্রমা করে। পরবর্তীতে খয়রাসোল বাসষ্ট্যান্ডে প্রতিবাদী মূলক কর্মসূচির অংশ হিসেবে একটি পথসভা অনুষ্ঠিত হয়। যোগ্য শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল। চাকরি হারানো আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশের অত্যাচার বন্ধ ইত্যাদি বিষয়গুলো বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন নেতৃত্ব বৃন্দ। পথসভায় বক্তব্য রাখেন সিপিআইএম বীরভূম জেলা কমিটির সদস্য দিলীপ গোপ, খয়রাসোল এরিয়া কমিটির সম্পাদক অঙ্গদ বাউরি, মহম্মদ নূর হোসেন প্রমুখ।
