
শম্ভুনাথ সেনঃ
চাকরি চুরির বিরুদ্ধে বীরভূমের দুবরাজপুরে আজ ১১ এপ্রিল হাতে ফেস্টুন, প্লাকার্ড নিয়ে এক প্রতিবাদ মিছিলে সামিল হয় বীরভূম জেলা বিজেপি। দুবরাজপুর শ্মশানেকালী মন্দির সংলগ্ন বিজেপি পার্টি অফিস থেকে এই মিছিল শুরু হয়ে দুবরাজপুর ব্লক অফিসে শেষ হয়। এদিন এই মিছিলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গদি ছাড়ার স্লোগান দেয় বিজেপির কর্মী সমর্থকরা। যোগ্য চাকরিহারাদের উপর পুলিশের বর্বর অত্যাচারের প্রতিবাদে সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এদিন রাস্তায় মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির জেলা সম্পাদক টুটুন নন্দী সহ বিজেপির দলীয় নেতৃত্ব।