
শম্ভুনাথ সেনঃ
অবশেষে শুরু হয়েছে জেলা সদর সিউড়ির তিলপাড়া ব্যারেজের সংস্কারের কাজ। বীরভূমের সদর সিউড়ির সঙ্গে মহম্মদবাজার, রামপুরহাট এমনকি উত্তরবঙ্গের যোগাযোগের জীবনরেখা সিউড়ির এই তিলপাড়া ব্যারেজ। বর্তমানে এই ব্যারেজের নামকরণ করা হয়েছে মিহিরলাল সেতু। জেলা সদর সিউড়ি থেকে দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। ময়ূরাক্ষী নদীর উপর এই বাঁধটি ১৯৪৯ সালে নির্মিত হয়। ব্যারেজটি মূলত জল সংরক্ষণের জন্য নির্মাণ হলেও বর্তমানে এর উপর দিয়ে ১৪ নম্বর জাতীয় সড়ক। দৈর্ঘ্য ৩০৯ মিটার। দীর্ঘদিন ধরে এই ব্যারেজের ভগ্নদশা অবস্থা। তবে অবশেষে এই তিলপাড়া ব্যারেজের সংস্কারের কাজ শুরু হয়েছে। বর্ষার আগেই তা শেষ হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজের এই ভগ্ন দশার দরুন স্থায়ী সংস্কারের দাবি দীর্ঘদিনের। বেহাল অবস্থার জন্য প্রশাসনকে বারবার দাবি জানানো হয়। শেষ পর্যন্ত সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি গাড়িচালক থেকে জেলার সাধারণ মানুষজন।
