
শম্ভুনাথ সেনঃ
বিজেপি ও সিপিএমের যৌথ ষড়যন্ত্রে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার প্রতিবাদে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ ১১ এপ্রিল ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় বীরভূমের ইলামবাজার ও দুবরাজপুরে। ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় যুব তৃণমূল কর্মী সদস্যরা এদিন পথে নামেন। বিজেপি এবং সিপিএমের যৌথ ষড়যন্ত্রে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারী চাকরি হারিয়েছেন। আর এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি শুরু করেছে চাপান উতোর। বিজেপি বলছে শাসক তৃণমূল কংগ্রেস এই চাকরি যাওয়ার জন্য একমাত্র দায়ী, অন্যদিকে শাসক তৃণমূল কংগ্রেস শিক্ষকদের চাকরি যাওয়ায় বিজেপি ও সিপিএমের দিকে আঙুল তুলছে। এই নিয়ে দিশেহারা সদ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। বীরভূমের ইলামবাজার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের এই মিছিলে নেতৃত্ব দেন ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান, জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদে কর্মাধ্যক্ষ রবি মুর্মু, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল চন্দ্র রায় সহ ব্লকের বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ও অগণিত সাধারন মানুষ।
অন্যদিকে গ্যাসের দাম, ওষুধের দাম ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির বিরুদ্ধে সেই সঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি হারার প্রতিবাদে বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে দুবরাজপুরেও আজ এই ধিক্কার মিছিল সারা পুরশহর পরিক্রমা করে। নেতৃত্ব দেন দুবরাজপুর পুরসভার পুরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পুরপ্রধান মির্জা সওকত আলী, প্রভাত চট্টোপাধ্যায় সহ কাউন্সিলরবৃন্দ ও দলীয় কর্মী সমর্থকরা।
