
শম্ভুনাথ সেনঃ
আবার সেই একই ছবি। একই ভোগান্তি সরকারি হাসপাতালে। বৃষ্টির জল বাড়লে উপচে পড়া ড্রেনের জল ঢুকে রামপুরহাট গভঃ মেডিকেল কলেজ ও হাসপাতালের সিটিস্ক্যান রুম ও এক্সরে রুম বন্ধ হল। আর এই সিটি স্ক্যান ও ডিজিটাল এক্স-রে এর জরুরী পরিষেবা বন্ধের কারণে ভোগান্তি বেড়েছে চিকিৎসা করতে আসা রোগীদের।

প্রসঙ্গতঃ বলা যায় গত দুমাস আগেও ড্রেনের জল ঢুকে যাওয়ায় টানা ১০ দিন বন্ধ ছিল হাসপাতালের এই জরুরি এক্সরে বিভাগ। এখানেই প্রশ্ন উঠছে অল্প বৃষ্টিতেই হাসপাতালের এই বেহাল অবস্থা তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করছেন না কেন!? রামপুরহাট মেডিক্যালে, আধিকারিকদের আশ্বাস মিলেছে বহু বার। কিন্তু সমাধান হয়নি আজও। সেই একই ছবি রামপুরহাট গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।