
সেখ রিয়াজুদ্দিনঃ
খয়রাসোল গ্রাম পঞ্চায়েত কর্তৃক ব্লক এলাকার অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা পরিষেবা কেন্দ্রে পৌঁছানোর লক্ষ্যে শনিবার দিন থেকে শুরু করা হয় এ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান। এদিন খয়রাসোল কালী মন্দিরে পূজা দিয়ে এ্যাম্বুলেন্সটি স্থানীয় বাজার, বাসষ্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা ঘুরে বেড়াতে দেখা যায় হুটার বাজিয়ে। যাহা মূলতঃ এলাকাবাসীদের কাছে জানান দেওয়া যে এ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে। উল্লেখ্য ১৪ এপ্রিল স্থানীয় ব্লক এলাকার ভাদুলিয়া গঙ্গারামচক কয়লা উত্তোলনকারী সংস্থা গোকুয়েস্ট সোলুউশ্যান প্রাইভেট লিমিটেড কর্তৃক খয়রাসোল ও নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েতের দুই প্রধানের হাতে এ্যাম্বুলেন্স দুটি সমার্পন করেন এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। পূজা করানোর মুহূর্তে উপস্থিত ছিলেন খয়রাসোল গ্রাম পঞ্চায়েত প্রধান ভূপেন্দ্র নাথ ঘোষ, শিক্ষক প্রদীপ কুমার মন্ডল, সমাজসেবী সপ্তম গোপ প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
একান্ত সাক্ষাৎকারে খয়রাসোল গ্রাম পঞ্চায়েত প্রধান ভূপেন্দ্রনাথ ঘোষ জানান একটি এ্যাম্বুলেন্স আমাদের খয়রাসোল পঞ্চায়েত কে প্রদান করা হয়েছে কয়লাখনি সংস্থার পক্ষ থেকে। এসি, অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা যুক্ত অত্যাধুনিক প্রযুক্তির এই গাড়ি হাতে পেয়ে আমরা স্বভাবতই খুশি। কারণ আপতকালে খয়রাশোল এলাকার রোগীদের স্বল্প খরচে বিভিন্ন হাসপাতালে পৌঁছানো যাবে। তবে গাড়িটি সচল রাখতে নিঃশুল্ক হিসেবে ব্যবহার করা যাবে না। যার জন্য একটি নির্দিষ্ট দর বেঁধে দেওয়া হয়েছে। এটা শুধু খয়রাসোল পঞ্চায়েত নয় সমগ্র খয়রাসোল ব্লক এলাকার মানুষ সুবিধা পাবেন। তবে এ্যাম্বুলেন্সটিতে কোনোভাবেই শব বহন করা যাবে না।