
শম্ভুনাথ সেনঃ
শিশু ও মাতৃস্বাস্থ্যে সুপুষ্টি ও সচেতনতার লক্ষ্যে বীরভূম জেলা জুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পালিত হচ্ছে “সুপুষ্টি পক্ষ”। ৮-২৩ এপ্রিল নারী ও শিশু কল্যাণ দপ্তরের নির্দেশক্রমে গোটা রাজ্যের সঙ্গে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকে ২৪৭টি অঙ্গনওয়ারী কেন্দ্রেও পালিত হচ্ছে এই পক্ষকালব্যাপী বিশেষ সচেতনতা ও পুষ্টি উৎসব।
এই কর্মসূচির মূল লক্ষ্য হল গর্ভবতী ও প্রসূতি মা এবং ০-৬ বছর বয়সী শিশুদের মধ্যে পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো, যাতে সমাজের ভিত্তি হয়ে ওঠা আগামী প্রজন্ম শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই সুস্থভাবে বেড়ে উঠতে পারে। সুপুষ্টি পক্ষের সময় প্রতিটি অঙ্গনওয়ারী কেন্দ্রে শিশু ও মায়েদের ওজন ও উচ্চতা মাপা, সঠিক পুষ্টির গুরুত্ব, ডায়রিয়া প্রতিরোধে করণীয়, ওআরএস তৈরির পদ্ধতি, পরিষ্কার, পরিচ্ছন্নতার অভ্যাস (WASH), জন্মের পর প্রথম ১০০০ দিনের শিশুর প্রতি বিশেষ যত্ন, মাতৃদুগ্ধের অপরিহার্যতা ও মা-শিশুর রক্তাল্পতা প্রতিরোধ বিষয়ে নানা সচেতনতামূলক কার্যক্রম আয়োজিত হয়। বর্তমান সময়ে পুষ্টিহীনতা, রক্তাল্পতা ও সংক্রামক রোগ দেশের বিভিন্ন প্রান্তে শিশু ও মাতৃত্বের স্বাস্থ্যের বড় বাধা হয়ে রয়েছে। এই কর্মসূচিতে প্রতিটি অঙ্গনওয়ারী কর্মী ও সহায়করা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁরা প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য পৌঁছে দেন, মা ও শিশুর সঙ্গে কথা বলেন, স্বাস্থ্য পরীক্ষায় সহায়তা করেন এবং ছোট ছোট প্রদর্শনীর মাধ্যমে সঠিক পুষ্টি সম্পর্কে সচেতন করেন বলে জানিয়েছেন ময়ুরেশ্বর-১ ব্লকের সিডিপিও (CDPO) সায়নদীপ চ্যাটার্জি (বাইট)। উল্লেখ্য, এই ধরনের কর্মসূচির ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে পুষ্টিহীনতা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনা অনেক সহজ হবে বলে স্বাস্থ্য ও পুষ্টি কর্মীরা আশাবাদী।
